সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Chetan Sakariya will play for KKR

খেলা | বাবা চালাতেন অটো, ভাইয়ের আত্মহত্যায় ভেঙে পড়েছিলেন, এবার আইপিএলে প্রত্যাবর্তনের দারুণ সুযোগ এই নাইটের

KM | ১৭ মার্চ ২০২৫ ১৩ : ৩২Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: শুরুর আগেই শেষ উমরান মালিকের দৌড়। আইপিএলের বল গড়ানোর আগেই বড় সড় ধাক্কা নাইট শিবিরে। উমরানের জায়গায় কলকাতা নাইট রাইডার্স ৭৫ লক্ষের বিনিময়ে নিয়েছে চেতন শাকারিয়াকে। 

গতবারের আইপিএলেও কেকেআর তাঁকে দলে নিয়েছিল। কিন্তু একটি ম্যাচও খেলেননি শাকারিয়া। এবারের নিলামে তিনি দল পাননি। কিন্তু শেষ মুহূর্তে উমরান মালিক ছিটকে যাওয়ায় চেতন শাকারিয়ার দরজা খুলে যায়। 

তাঁর এই ক্রিকেট পরিক্রমা মোটেও ফুলের পাপড়ি বিছানো ছিল না। বরং তাঁর চলার পথ ছিল কণ্টকাকীর্ণ। সেই বন্ধুর পথ অতিক্রম করেই চেতন শাকারিয়ার উপরে এখন পাদপ্রদীপের আলো। 

২০২০ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেট বোলার ছিলেন সংযুক্ত আরব আমিরশাহিতে। মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসে ট্রায়ালও দেন তিনি। রাজস্থান রয়্যালস পরবর্তীকালে চেন্নাইয়ে অনুষ্ঠিত মিনি নিলামে ১.২ কোটি টাকার বিনিময়ে চেতন শাকারিয়াকে দলে নেয়। 

নিলামের আগে ট্র্যাজিক ঘটনা ঘটে যায় শাকারিয়ার জীবনে। তাঁর ছোট ভাই আত্মহত্যা করেন। এই শোক সংবাদ শাকারিয়াকে দেওয়া হয়নি প্রায় ২ সপ্তাহ। সেই সময়ে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন চেতন। কিন্তু তাঁর মা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। একদিন ছেলে চেতনের সঙ্গে ফোনে কথা বলার সময়ে কান্নায় ভেঙে পড়েন মা। নিজের ছোটভাইয়ের আত্মহত্যার খবর শোনার পরে প্রায় ৭-১০ দিন চেতন শাকারিয়া কারওর সঙ্গে কথা বলেননি। মুখে পর্যন্ত কিছু তোলেননি। 

গুজরাটের ভাবনগরের ছেলে চেতন শাকারিয়ার চোখে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন সেই ছেলেবেলা থেকেই। তাঁর বাবা অটো চালক। ক্রিকেটে মন না দিয়ে লেখাপড়া ভাল করে করার পরামর্শ দেন। ছেলেকে বলেছিলেন, ''এসব বড়লোকের খেলা তোমার জন্য নয়।'' 

বাবার এহেন নিরাশাজনক মন্তব্যেও হতাশ হননি চেতন। ক্রিকেট মাঠ তাঁকে হাতছানি দিয়ে ডাকত। ১৭ বছর বয়সে চোটের শিকার হন তরুণ বোলার। সেই সময়ে তিনি জানতেন না রিহ্যাব কাকে বলে, জানতেন না ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। ক্রিকেট থেকে প্রায় ৭-৮ মাস সরে দাঁড়াতে হয় তাঁকে। সেই সময়ে শাকারিয়ার জীবনে আবির্ভাব ঘটে তাঁর মামার। তাঁর স্টেশনারি দোকান ছিল। চেতনের সঙ্গে তাঁর মামার অলিখিত চুক্তি হয়। মামার ব্যবসায় পার্টটাইম কাজ করবেন চেতন শাকারিয়া। তাঁর ক্রিকেট-খরচ বহন করবেন মামা। 

এমআরএফ পেস ফাউন্ডেশনে ট্রায়ালের আগে পর্যন্ত তাঁর জুতো ছিল না। সেই সময় ভাবনগরের আরেক সিনিয়র ক্রিকেটার তাঁর পাশে এসে দাঁড়ান। 

তাঁর নাম শেলডন জ্যাকসন। সৌরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটের তারকা তিনি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য তখন তৈরি হচ্ছেন জ্যাকসন। চেতন শাকারিয়া নিজের ফেলে আসা সময়ের কথা তুলে ধরেন এক সংবাদমাধ্যমে। তিনি বলেন, ''সেই সময়ে জ্যাকসন আইপিএল খেলছিল। আমার কাছে বড় প্লেয়ার বলে বিবেচিত হত শেলডন জ্যাকসন। আমাকে বলেছিল, যদি শেলডন জ্যাকসনকে আউট করতে পারি তাহলে আমাকে নতুন স্পাইক দেবে। কোচবিহার ট্রফিতে আমি অন্যের স্পাইক পরে খেলেছিলাম। শেলডন জ্যাকসন সেই সময়ে আমাকে নতুন স্পাইক দিয়েছিল। এমআরএফ অ্যাকাডেমিতে ওই স্পাইক নিয়ে গিয়েছিলাম আমি।''

জয়দেব উনাদকড়ের চোট চেতন শাকারিয়ার জন্য জায়গা করে দেয়। ২০১৮-১৯ মরশুমে সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটে শাকারিয়ার। অভিষেক ম্যাচে গুজরাটের বিরুদ্ধে পাঁচ-পাঁচটি উইকেট নেন। সেই মরশুমে ২৯টি উইকেট নেন তিনি। ২০২১ সালে ভারতের হয়ে অভিষেক ঘটেছিল চেতন শাকারিয়ার। এক ওয়ানডে ম্যাচে ২টি উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি ম্যাচে একটি উইকেট নেন। 

এখনও পর্যন্ত চেতন শাকারিয়া তিনটি আইপিএল মরশুমে ১৯টি ম্যাচ খেলেছেন। ২০টি উইকেট তাঁর ঝুলিতে। রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক ঘটেছিল চেতন শাকারিয়ার। ২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন তিনি। এবার তিনি খেলবেন কলকাতার হয়ে। 

 


ChetanSakariyaKKRIPLUmranMalik

নানান খবর

নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া